স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় রবিদাসজির জন্মজয়ন্তীর স্মরণে সন্ত সম্মেলন ও ধর্মসভা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নকলা উপজেলার শাখার আয়োজনে পৌর শহরের যাত্রী ছাউনি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ শোভাযাত্রায় বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনীল রবিদাস, সাধারণ সম্পাদক মিলন রাম রবিদাস, নকলা উপজেলার শাখার সভাপতি কাল রাম রবিদাস, সস্পাদক জীতেন রাম রবিদাস, সাংগঠনিক নন্দু রবিদাস, দলিত নৃগোস্টির সাধারন সম্পাদক রিপন রবিদাসসহ আরে সদস্য অন্যান্য সদস্যরা অংশ গ্রহন করেন।