Home » কুবি সাইক্লিস্টের ফটোগ্রাফি ইভেন্টের পর্দা নামছে ২৬ জুলাই

কুবি সাইক্লিস্টের ফটোগ্রাফি ইভেন্টের পর্দা নামছে ২৬ জুলাই

by desherpotrika
107 views

আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি সাইক্লিস্টের ফটোগ্রাফি ইভেন্টের পর্দা নামছে ২৬ জুলাই।স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির সহযোগিতায় ফটোগ্রাফি ইভেন্ট আয়োজন করতে চলেছে কুবির সাইক্লিস্ট ক্লাব। বুধবার(২৬ জুলাই) ও বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১২:০০ পর্যন্ত এই ইভেন্ট চলবে।

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিভার বহিঃপ্রকাশের মাধ্যমে সৃষ্টিশীলতার সীমানা ছাড়িয়ে যেতে সাহায্য করতে এই মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ইভেন্টে দুইটি গ্রুপ সাইক্লিস্ট গ্রুপ ও সাধারণ গ্রুপ থাকবে যেখানে সাইক্লিস্ট গ্রুপে দেশের সকল সাইক্লিস্ট ও সাইকেলের সাথে সম্পৃক্ত সকলে অংশগ্রহণ করতে পারবেন। এবং CoU Cyclist ফেইসবুক গ্রুপে সাইক্লিং সম্পর্কিত ছবি পোস্ট করতে হবে।

সাধারণ গ্রুপে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে প্রাকৃতিক দৃশ্যাবলী জনমানুষের জীবন-যাপন সম্পর্কিত ছবি CoU Cyclist ফেইসবুক গ্রুপে পোস্ট করতে হবে।

ইভেন্টের প্রথম পুরস্কার হিসেবে রিয়েলমির ব্যান্ড নিউ আকর্ষণীয় স্মার্ট ফোন এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে রিয়েলমির পক্ষ থেকে আকর্ষণীয় গ্যাজেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন