Home » শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

by desherpotrika
78 views

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম।

এর আগে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব ও শেরপুর জেলা সমিতির সভাপতি নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন এবং বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে, শেরপুর ও ময়মনসিংহ জেলা। আগামী ৮ অক্টোবর ময়মনসিংহে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন