স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বর্নাঢ্য এ শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রোমমান আরা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাসহ সাংবাদিকরা অংশগ্রহন করেন। পরে অতিথিরা হাত ধোয়ার মধ্য দিয়ে দিবসটির সাফল্য কামনা করেন।