Home » কালিয়াকৈরে জরায়ুমুখ ক্যান্সারে সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

কালিয়াকৈরে জরায়ুমুখ ক্যান্সারে সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

by desherpotrika
135 views

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা সভাকক্ষে জরায়ু মুখের ক্যান্সারের বিষয়ে সচেতনতা ও চিহ্নিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে , সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম ওসিডি ডাক্তার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা এনটিপি ,আই, জসিম উদ্দিন,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানাসহ প্রমুখ।

জানা গেছে,এবার গাজীপুরে প্রায় ২লক্ষ শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। তবে ১০ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়ে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্কুল বহির্ভূত মেয়েদের এলাকাভিত্তিক কমিউনিটির মাধ্যমে এই টিকার আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন