Home » নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

by desherpotrika
318 views

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রামে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী এর উদ্বোধন করেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, এমপি।

পরিবার পরিকল্পনা বিভাগের শেরপুরের উপপরিচালক মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা: আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এইচএম সারোওয়াদ্দী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো: দিদারুল আল্ আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন