Home » খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

by desherpotrika
216 views

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী জমিদার বাড়ি মাঠে বড়ইতলী ফুটবল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা:মো.বখতিয়ারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজুল হাসান পলাশ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ আফজাল হোসেন চৌধুরী আপেল, আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, মো.সেলিম হোসেন, এডভোকেট দেওয়ান সাব্বির আহমেদ, তোবারক হোসেন, ফরহাদ হোসেন,ফারুক হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা:মো.বখতিয়ার বলেন, আমার হাসপাতালে সকল খেলোয়াড়দের জন্য রক্তের গ্রুপ এবং ইমারজেন্সি কোন সমস্যা হলে ডাক্তারের বিজিট লাগবেনা। এবং সকল প্রকার চিকিৎসায় বিশেষ বিবেচনা করা হবে।

খেলায় অংশগ্রহণ করেন দক্ষিণবঙ্গ টিম বনাম উত্তরবঙ্গ টিম।খেলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে ২-১হারিয়ে বিজয় লাভ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন