Top-3রাজনীতিসারাদেশ

নকলায় নৌকা প্রতীক নিয়ে আবারো উপজেলা চেয়ারম্যান হতে চান সোহাগ

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান নকলা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পৌরশহরের সরকারি হাজী জালমামুদ কলেজ রোডে সাংবাদিক হযরত আলীর ব্যাক্তিগত অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ককালে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন। সোহাগ নকলা পৌরসভার কায়দা মহল্লার মরহুম আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমানে নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মতবিনিময় সভায় সোহাগ জানান, পুরো উপজেলাকে নতুন ভাবে সাজানোর জন্য, উপজেলাবাসির জীবন যাত্রার মানোন্নয়নের জন্য এক বছর সময় যথেষ্ট নয়। তারপরেও আমি সাধ্যমত চেষ্টা করেছি উপজেলাবাসির পাশে থাকার জন্য। তবে এক বছরে আমি সকলের সহযোগিতায় নকলা উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করতে পেরেছি এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্টিফিকেট বানিজ্য বন্ধ করতে পেরেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দল যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয় এবং আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি নকলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করব। নকলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করব। মানুষ যেন হয়রানি ছাড়া সরকারি সুযোগসুবিধা গ্রহণ করতে পারে, উন্নয়নমূলক কর্মকান্ডগুলো যেন সঠিক নিয়মে পরিচালিত হয় সে লক্ষ্যে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য বন্ধ করব এবং শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করব। উপজেলাবাসির জীবন মানোন্নয়ন করব।

উল্লেখ্য, নকলা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীক নিয়ে ২০১৮ সনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সোহাগ। কিন্তু পরবর্তী নির্বাচনে সোহাগ নৌকা প্রতীক না পাওয়ায় নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত থাকেন।

desherpotrika
the authordesherpotrika

Leave a Reply