Home » শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

by desherpotrika
189 views

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যপি এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফোজিয়া নাজনীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জুয়েল আকন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাাহ তালুকদার প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১০টি স্টল পরিদর্শণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন