বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
এসময় উপজেলা কৃষি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক রমেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।