Home » শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

by desherpotrika
56 views

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানের (১৬) হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ব্যাঙতলী চৌরাস্তা মোড়ে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দর আয়োজনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিপ্লবের নানী চমক ফুল, বিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ মজিবর রহমান, রাসেল, সহপাঠী তানিয়া, লায়লা প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এঘটনায় ৩ জনকে আটক করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানববন্ধনে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, পরিবারের সদস্য, এলাকাবাসী সহ সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং এর হামলায় বিপ্লব হাসান ছুরিকাহত হয়ে মৃত্যু বরণ করেন। এঘটনায় বিপ্লবের পিতা মো. কাবিল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ কওে ২০-২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে শেরপুর কোর্টে পেরণ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন