Home » বণিক সমিতি কর্তৃক নব নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলামকে সংবর্ধনা

বণিক সমিতি কর্তৃক নব নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলামকে সংবর্ধনা

by desherpotrika
69 views

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর- ৩ (ঝিনাইগাতী -শ্রীবরদী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি। ২ মার্চ শনিবার বিকেলে স্থানীয় ধানহাটিতে এ সংবর্ধার আয়োজন করা হয়।

অত্র সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন মক্কু’র সভাপতিত্বে এবং ট্রেজারার জাহিদুল হক মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেফাজ্জল হোসেন চৌধুরি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন