Top-3জাতীয়সারাদেশ

নকলায় পালিত হয়ে গেল আগাম পবিত্র ঈদুল ফিতর

নকলার (শেরপুর) প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের নকলায় চরকৈয় গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে। আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সারে ৮টার দিকে এ গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।
এছাড়াও শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতলে পালিত হয়েছে  ঈদুল ফিতর।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

desherpotrika
the authordesherpotrika

Leave a Reply