রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি, মানবিক সহায়তার আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান ১ হাজার ৭ শত ৭২ জন উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ১৭.৭২০ মেট্রিক টন চাল বিতরণ করেন। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব লুৎফর রহমান, সকল ইউপি সদস্যসহ ও এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন চাল বিতরণ পরিদর্শণ করেছেন।