Home » ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নকলায় মোমবাতি প্রজ্বালন

ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নকলায় মোমবাতি প্রজ্বালন

by desherpotrika
108 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় চত্বর শহিদ মিনারে এর আয়োজন করেন শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বালন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে।

এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন