নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১লা সেপ্টম্বর) সকাল ১০টায় দলটির দলীয় কার্যালয়ের (মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবন) সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
সকাল সারে ১০টায় সকল শহিদ ও দেশটির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলালসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। এর পর একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।