Home » নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতের ইসলামের মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতের ইসলামের মতবিনিময় সভা

by desherpotrika
48 views

আল আমীন, নালিতাবাড়ী: শেরপুর নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে আওয়ামী সরকারের পতনের পর এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব সেমিনার কক্ষে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের পৌর বায়তুল মাল সম্পাদক আঃ মোমেন এর উপস্থাপনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওঃ আফছার উদ্দিন সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, প্রচার সম্পাদক ব্যবসায়ী আয়ুব আলী, শেরপুর জেলা শহরের পৌর জামায়াতের নায়েবে আমির গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের সভাপতি দ্বীন মোহাম্মদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ব্যবসায়ী আবু সিনা মোঃ জোবায়ের, প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সিঃ সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আমিরুল ইসলাম, জাফর আহমেদ, মনিরুজ্জামান, আল হেলাল প্রমুখ।

সভায় জামায়াত নেতৃবৃন্দরা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় নালিতাবাড়ী উপজেলা, পৌর জামায়াত নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন