Home » কালিয়াকৈরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

কালিয়াকৈরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

by desherpotrika
33 views

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় বুধবার ভোর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া উত্তর বাগবেড় এলাকার আজমত আলীর মেয়ে মল্লিকা আক্তার।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের শাহজাহান আলীর ছেলে সুজন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া উত্তর বাগবের এলাকার অজমত আলীর মেয়ে মল্লিকা আক্তারের সাথে বিয়ে হয়।বিয়ের পর তারা কালিয়াকৈরের হিজলতলী এলাকায় বারেক মিয়ার বাসায় ভাড়া থাকেন।তার স্ত্রী স্থানীয় জিএম এস কারখানায় চাকুরি করতো এবং সে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

বুধবার ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সুজন মিয়া স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন মল্লিাকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ এফ এম নাছিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন