নিজস্ব প্রতিবেদক: পুলিশের এসআই (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি হওয়ায় রবিউল ইসলামকে ইন্সপেক্টর র্যাংক ব্যাজ পরিধান করালেন ঢাকার গুলশানের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক।
আজ সোমবার (৯ সেপ্টম্বর) বিকেলে গুলশানের উপ-পুলিশ কমিশনারের নিজ কার্যালয়ে ওই র্যাংক ব্যাজ পরিধান করানো হয় তাকে। এসময় পুলিশের এডিসিসহ সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এস আই মো. রবিউল ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এক মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারী পুলিশের এসআই (নিরস্ত্র) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। চাকরির শুরুতে শেরপুর জেলার সদর থানা ও নকলা থানাসহ বিভিন্ন এলাকায় সুনামের সহিত চাকরি করেন।
এসআই মো. রবিউল ইসলাম ঢাকার ডিএমপির গুলশান বিভাগে কর্মরত ছিলেন। গত ৫ সেপ্টম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সের সহকারি পুলিশ কমিশনার আসমা আক্তার সোনিয়া স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পায় মো. রবিউল ইসলাম। একই আদেশে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে পদায়ন হন তিনি।