নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় তারুণ্য স্পোটিং ক্লাবের উদ্যোগে সাইলামপুর একাদশ বনাম চকপাঠাকাটা একাদশের মধ্যে ফুটবল ফাইনাল খেলা (সিজন-২) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকেলে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ ফাইনাল খেলা উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সমাজসেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাইদী, উপজেলা বিএনপি’র সদস্য মো. রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিদুল হক তালুকদার প্রমুখ। খেলা শেষে বিজয়ী সাইলামপুর একাদশের খেলোয়ারদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
এসময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ, তারুণ্য স্পোটিং ক্লাবের নেতৃবৃন্ধসহ ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।