Home » শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দসহ আটক-১

শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দসহ আটক-১

by desherpotrika
280 views

স্টাফ করেসপন্ডেন্ট শেরপুর- শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ ও কামাল হোসেন (৫০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা সরকারি চালের বস্তাসহ অটোচালককে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোরিক্সা বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের ৩১ টি বস্তায় প্রায় ১৫শ কেজি চাল সহ অটোরিকশা চালককে আটক করেন।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চাল সহ একজন কে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন