নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টম্বর) সকাল সারে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তামান্না হোরায়রা এর সভাপতিত্বে দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসি রানী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নকলা উপজেলা শাখার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য সচিব অশীষ কুমার সাহা, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্ধ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭ টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।