বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “ কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জুলেখা খাতুন, অলোকা সাহা সহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় সংবাদ কর্মী, বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় কন্যা শিশু দিবস তাৎপর্যপূণ করা হয়।