Top-3সারাদেশ

শেরপুরের বন্যার্তদের পাশে চাঁদপুরের ফ্রেন্ডস জোন সোসাইটি

আমানুল্লাহ আসিফ,স্টাফ রিপোর্টার: শেরপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলার মতলব উপজেলার ফ্রেন্ডস জোন সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (৯ অক্টোবর) জেলার নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীর পাড় ও আরিফপাড়া এবং উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামে তিন শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করে সংগঠনটি।

এসময় সংগঠনটির পক্ষ থেকে আগত সদস্য ইমাম হাসান, ইমরান, হাবীব, জিলানী ও স্থানীয় স্বেচ্ছাসেবক সম্রাট, আসিফ ও শাহিন এসব খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন। পানিবন্দি পরিবারগুলো একবেলা খাবার পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ৮ অক্টোবর মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও হালুয়াঘাট উপজেলার চরগোরুকপুর, রাঙ্গামাটিয়া গ্রামে দের শতাধিক শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি। চাঁদপুর থেকে শেরপুর এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছে ফ্রেন্ডস জোন সোসাইটি নামে এই সংগঠনটি।

desherpotrika
the authordesherpotrika

Leave a Reply