আমানুল্লাহ আসিফ,স্টাফ রিপোর্টার: শেরপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলার মতলব উপজেলার ফ্রেন্ডস জোন সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (৯ অক্টোবর) জেলার নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীর পাড় ও আরিফপাড়া এবং উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামে তিন শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির পক্ষ থেকে আগত সদস্য ইমাম হাসান, ইমরান, হাবীব, জিলানী ও স্থানীয় স্বেচ্ছাসেবক সম্রাট, আসিফ ও শাহিন এসব খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন। পানিবন্দি পরিবারগুলো একবেলা খাবার পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে ৮ অক্টোবর মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও হালুয়াঘাট উপজেলার চরগোরুকপুর, রাঙ্গামাটিয়া গ্রামে দের শতাধিক শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি। চাঁদপুর থেকে শেরপুর এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছে ফ্রেন্ডস জোন সোসাইটি নামে এই সংগঠনটি।