Home » শাহীন স্কুল নন্নীবাজার শাখায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ অনুষ্ঠিত

শাহীন স্কুল নন্নীবাজার শাখায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ অনুষ্ঠিত

by desherpotrika
35 views

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শাহীন স্কুল নন্নীবাজার শাখার জন‍্য নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ অনুষ্ঠিত হয়েছে।

(২৪ অক্টোবর) বৃহস্পতিবার উপজেলার শাহীন স্কুল নন্নীবাজার শাখার অফিস কক্ষে স্কুলটির জন‍্য বিভিন্ন পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শাহীন স্কুল টাঙ্গাইল এর প্রধান কার্যালয় থেকে প্রেরণকৃত প্রশ্নে লিখিত পরীক্ষায় ৭৫ জন অংশ নিয়ে ৪৯ জন উত্তীর্ণ হয়।

পরে মৌখিক পরীক্ষা শেষে উভয় পরীক্ষায় পাশ করা ৩১ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ প্রদান করেন কর্তৃপক্ষ। স্কুলটির ৭টি পদের বিপরীতে উক্ত শাখার জন‍্য ৮৫ জন প্রার্থী আবেদন করেছিলেন।

উভয় পরীক্ষায় শাহীন স্কুল এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলার আঞ্চলিক প্রধান আব্দুল গফুর, শেরপুরের সজবরখিলা শাখা পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, নালিতাবাড়ী শাখা পরিচালক হুমায়ুন কবির ও দুর্জয় আহমেদ রবিন, নন্নীবাজার শাখার পরিচালক কাজী রুহুল আমিন এবং আনোয়ার হোসেন প্রমুখ।

এব‍্যাপারে শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালকদ্বয় বলেন, সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত ৩৪টি জেলায় ১২৫টি শাখার মাধ্যমে শাহীন শিক্ষা পরিবার তাদের পাঠদান কার্যক্রম সুনামের সাথে চালিয়ে আসছে। ইতিমধ্যে প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অত্র শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়েছে। যোগ‍্য ও মেধাবী শিক্ষক নিয়োগ হওয়ায় আমরা এলাকাবাসী সহ সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন