আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৬ অক্টোবর শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে কৃষ্ণপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোঃ সালেহকে সভাপতি ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও গোজাকুড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার লিটনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন কক্ষে কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, ভোগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল হক, নয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: জায়েদা আক্তার, জাঙ্গালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, অধ্যাপক এনায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম রানু, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকিকুল ইসলাম, বালুঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, ভোগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাদাত মুসা প্রমূখ।