Home » নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

by desherpotrika
26 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ ও মসুর ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, নকলায় উপজেলায় ১৫৫ জন কৃষককে গম বীজ, ২৫০ জন কৃষককে ভূট্টা বীজ, ৩ হাজার কৃষককে সরিষা বীজ, ১’শ কৃষককে চিনাবাদাম বীজ, ৪০ জন কৃষককে শীতকালীন পেয়াজ বীজ, ৮০ জন কৃষককে মুগ ডাণ বীজ এবং ৮০ জন কৃষককে মসুর ডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন