Home » নালিতাবাড়ীতে আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

by Ziaul
4 views

আমানুল্লাহ আসিফ, স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ-ছাত্রলীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

৩ নভেম্বর রবিবার উপজেলা গেইটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে শেষ হয়।

নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারার নেতৃত্বে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো নানা ধরনের অপপ্রচার ও নৈরাজ্য করে যাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড কঠোর হস্তে বিএনপি দমন করতে প্রস্তুত রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া ও আনোয়ার হোসেন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল, কৃষকদলের সদস্য সচিব মোঃ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন