Home » নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের নগদ অর্থ প্রদান

নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের নগদ অর্থ প্রদান

by Ziaul
3 views

আমানুল্লাহ আসিফ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।

৪ নভেম্বর সোমবার উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চায়না স্টাডি সার্কেলের সহযোগিতা ও মরিচপুরান ইউনিয়নের কৃতি সন্তান রাশেদ হাসান নাহিদের তত্বাবধানে প্রায় অর্ধ শতাধিক পরিবারের পুনর্বাসনের জন্য নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামী মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা ইউনিট সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সাবেক আমীর ডাক্তার শাহাদাত হোসেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর মোহাম্মদ দ্বীন মোহাম্মদ মাস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মোমেনসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিয়তই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন