Home » নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দিলো একুশে পাঠচক্র

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দিলো একুশে পাঠচক্র

by Ziaul
3 views

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দিয়েছে একুশে পাঠচক্র। ৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার সেঁজুতি অঙ্গনে এই সম্মাননা প্রদান করা হয়।

একুশে পাঠচক্রের ৬৬ তম আসরে ২০ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক তুলে দেয় সেঁজুতি সাহিত্য সংসদ। সম্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবীরা হলেন আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসেন, শাহিন আলম, আহমেদ জুনায়েদ তন্ময়, আব্দুল্লাহ আল আমিন, নাঈম হোসেন, সাদ আল জুনাইদ, তাজবীর হোসেন সিফাত, মারুফ আর রাসাফি আবির, ফারদিন ইশতিয়াক রাসেল, তানযিল ফেরদৌস, বনি আমিন আকন্দ, দোহা বৃষ্টি, গোলাম রব্বানী, শাফায়েত সালেহীন সিজান, সাকিব আহমেদ, জসিম আহমেদ, হাসান তৌফিক তূর্য, পরশ আহমেদ ও মোহাম্মদ মানিক।

এবারের আসরের শিরোনাম ছিল “স্বেচ্ছাসেবী সমাজ বদলের রূপকার”। বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আসরে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম সওদাগর। এছাড়াও শিক্ষক ও আবৃত্তিকার অরূপ দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আইনজীবী সুধাংশু কালোয়ার, মাসিক ভাঁজপত্র ‘কণ্ঠস্বরের’ প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন মুকুল প্রিন্সিপাল মুনীরুজ্জামানসহ সম্মাননাপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা।
উপস্থিত স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্যে কাজের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক রবিউল আলম, শিক্ষক মাহবুবুর রহমান, বংশীবাদক সম্পদ দে, নাট্যজন আমিনুল ইসলাম, শিক্ষক সজল কর্মকার, শিক্ষক শান্তি সাহা প্রমুখ।

দ্বিতীয় পর্বে একুশে দ্যুতি ও মিথিল সাহা কবিতা আবৃত্তি করেন। পরে তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন