Home » আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

by Ziaul
2 views

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সতর্কাবস্থায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুর ইসলাম তোতা, যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. আশরাফ , যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, যুগ্ন আহবায়ক মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর স্বেচ্ছাসেবক দদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তি সব সময় প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন