নিজস্ব প্রতিবেদক: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) নির্বাচনী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস খান বলেছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমার নামে হুলিয়া জারি করেছিল। তাই আমি দেশ ছেড়ে আমেরিকা চলে যাই। দীর্ঘ ১৩ বছর পরে বাংলাদেশে আজ অবস্থান করছি। কি অপরাধ ছিল আমার। ফ্যাসিস্ট সরকার আমাকে বাধ্য করেছিল আমাকে আমার দেশ ত্যাগ করতে। আমার জন্ম ভূমিতে আমি থাকতে পারিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের (একাংশ) আয়োজিত শেরপুরের নকলা সিনেমা হল চত্বরে নির্বাচনী এলাকায় ভোটার ও নেতাকর্মীদে সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের (একাংশ) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নকলা দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে নকলার উদ্যেশে ইলিয়াস খান আসলে পাইস্কা বাইপাস মোড়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। তারপরে শোভাযাত্রা নিয়ে নকলা সিনেমা হল চত্ত্বরে মতিবিনিময় সভায় যোগ দেন। এসময় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।