Home » নকলায় মানসিক ভারসাম্যহীনের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

নকলায় মানসিক ভারসাম্যহীনের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

by desherpotrika
0 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় আসাদুল হোসেন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীনের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা পূর্ব মাদরাসা পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, আসাদুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। দেশের বিভিন্ন এলাকায় ডাক্তারও দেখিয়েছেন। রোববার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের শয়ন কক্ষে শুতে যায়। সোমবার ভোরে ঘরে বাঁশের ধন্যার সাথে আসাদুল হোসেনের ঝুঁলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আসাদুল হোসেনের মরদেহ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে নকলার নারায়নখোলা এলাকায় আসাদুল হোসেন নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিক ভাবে জানাযায় সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন