নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ এক সুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (২৫ নভেম্বর) রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় (কইন্না পাড়া) গ্রামে এ অভিযান চালিয়ে তাদে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের স্ত্রী।
যৌথবাহিনী অভিযানের নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপটেন সজিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। আটকের সময় বিক্রির উদ্যেশে রাখা সুফিয়া বেগমের কাজ থেকে নগদ ৬০হাজার১৩০ টাকা, ১কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা ও একটি ভারতীয় মদের বোতল উদ্ধার করেন।
ক্যাপটেন সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে পৃথক স্থানে অভিযান চালানো হয়। এই নারী (সুফিয়া বেগম) দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদক ও নেশা জাতীয় ্ন সরঞ্জামের ব্যবসার সাথে জড়িত ছিল। স্কুল কলেজের উঠতি বয়সের ছেলে মেয়েদের কাছেসহ বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতো বলে একাধিক পরিবারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাই আজকে একটি সফল অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকা থেকে সুফিয়া বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।