Home » শেরপুরে শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র কম্বল হস্তান্তর

শেরপুরে শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র কম্বল হস্তান্তর

by desherpotrika
6 views

নিজস্ব প্রতিবেদক:  সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪শ’ ৬০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সারে ১০ টা আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।

এসময় আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক মো. কামাল হোসেন খান, আঞ্চলিক ব্যবস্থাপক (নন্দির বাজার অঞ্চল) মো. মমতাজ উদ্দিন চৌধুরী, শেরপুর সদর ১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মায়ীন, নবীনগর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, আশা শেরপুরের সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, শেরপুরর সদর ১ ব্র্যাঞ্চ সিনিয়র সহকারি ব্যবস্থাপক মো. নওয়াব আলী, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আশা’র জেলা ব্যবস্থ্যাপক মো. কামাল হোসেন খান বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের কথা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ‘আশা’। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪শ’ ৬০টি কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের বিতরণ করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন