Top-1সারাদেশ

ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ মাদক কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১মে) সকাল ১০টায় ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত  রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইগাতী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার আটক করে থানা নিয়ে আসে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা।

ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

desherpotrika
the authordesherpotrika

Leave a Reply