Home » মানব পূজার ব্রত দক্ষিণ দমদমে

মানব পূজার ব্রত দক্ষিণ দমদমে

by desherpotrika
123 views

বেবি চক্রবর্ত্তী:  এবছরে দূর্গাপূজার দশমীতে দক্ষিণ দমদম স্টেশন সংলগ্ন সকল ফুটপাতবাসী ও হনুমান মন্দির অঞ্চলের ফুটপাতবাসীদের রাতের আহার ও বস্ত্র বিতরণের মাধ্যমে মানব পূজার আয়োজন করা হয়।

এই মানব পূজার উদ্বোক্তা সর্ণালি মন্ডল এবং পঙ্কজ কুশারী । কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই শিক্ষণ প্রতিষ্ঠান “প্রজ্বলন”, সংগঠন “দ্যা ফ্রিথিংকিং হিউম্যানিস্টস”, “মেডিক্যাল ব্যাঙ্ক” “শিক্ষা, স্বাস্থ্য (বিনামূল্যে সারা বছর স্বাস্থ্য শিবির, শিক্ষা, রক্ত দান, শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঔষধ প্রদান, চিকিৎসা সরঞ্জাম প্রদান, ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা), বিভিন্ন বিষয়ে সচেতনতা প্রচার, বৃদ্ধাশ্রমে, অনাথ আশ্রমের বিভিন্ন সেবামূলক কর্মসূচি, বিনা পয়সায় বাজার, গুণীজন সম্মাননা, শিক্ষার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সব রকম কর্মসূচির সঙ্গে সংযুক্ত সর্বদা ।

প্রায় সারাবছরই মানব সেবায় সংযুক্ত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সে সব ছবি তোলান না বা ছবি তোলা হলেও তা ফেসবুকে দেন‌ না।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন