Home » বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা এবং স্বর্ণপদক প্রদান 

বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা এবং স্বর্ণপদক প্রদান 

by desherpotrika
231 views

বেবি চক্রবর্তী :- সম্প্রতি আসামে বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশ শিলচর সহ বিভিন্ন জায়গার প্রায় দ্বী-শতাধিক গুণী মানুষদের সংবর্ধনা এবং সম্মান প্রদান করা হয়।

সংস্থার কর্ণধার ও সভাপতি নিহার রঞ্জন দেবনাথ জানান, কোন রাজনৈতিক দল কখনোই কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজসেবী করতে পারে না। তাই সম্পূর্ণ রাজনীতির আওতার বাইরে থেকে স্ব-ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কিছু কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে খুবই আনন্দিত। এদিনের এই অনুষ্ঠানে পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ চাঁদের হাটে রূপান্তরিত হয়েছিল। নিহার বাবু আরো জানান, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের সহ-সভাপতি দায়িত্ব দীপঙ্কর পোড়েল মহাশয়ের হাতে অর্পণ করতে পেরে এই সংস্থা যথেষ্ট আপ্লুত।

নক্ষত্র খচিত এই চাঁদের হাটে মায়া রানী দেবী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় নিমাই চন্দ্র ঘোষ, রবিলোচন গোস্বামী, আনারুল ইসলাম প্রামানিক, কিশোর নস্কর, রবিউল গনি প্রধান, কামাল হাসান, এবং সুশান্ত কেওরা, দীপঙ্কর পোড়েল সহ কিছু গুণীজনকে।
এছাড়াও বেশ কিছু কবিকে ডক্টর ভুপেন হাজারিকা সম্মান এবং কুড়িজন কবিকে স্বর্ণপদক প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন